ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

১৬০ অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সহায়তা

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১১, ০১:০৫ অপরাহ্ন
#

সন্দ্বীপ উপজেলার ১৩ নম্বর আজিমপুর ইউনিয়নের সামাজিক সংগঠন আজিমপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায়, গরীব ও মধ্যবিত্ত ১৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১০ মার্চ বেলা ২টায় আজিমপুর আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিমপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং সেক্রেটারি, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজিমপুর ইউনিয়নের আমীর মাস্টার মোছাদ্দেকুল মাওলার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা মাকছুদুর রহমান, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও প্রচার সম্পাদক মো. শাহেদ খান, আজিমপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মাস্টার শাহ রুস্তম ও কামাল উদ্দিন শিপন, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক রিয়াজুদ্দিন সোহরাব প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video