চট্টগ্রামের ফটিকছড়িতে নাছির উদ্দীন বিপ্লব নামে এক বিএনপি নেতা ১৪ বছর পর নিজ বাড়িতে ফিরে পেলেন গণসংবর্ধনা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাঁতমারা ইউপির হেয়াকো বাজারে ইউনিয়ন বিএনপি এই গণসংবর্ধনা প্রদান করে।
সংবর্ধিত অতিথি নাছির উদ্দীন বিপ্লব তার বক্তৃতায় বলেন, “১৪ বছর ঘরে ফিরতে পারিনি, আওয়ামী লীগের অত্যাচারে আমার মাকে ঘরে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সাধারণ মানুষ আমার মাকে উদ্ধার করেছে, কিন্তু কয়েক বছর পর আমার মা মৃত্যুবরণ করেছেন, তাকে শেষ দেখা দেখতে পারিনি।”
তিনি আরও বলেন, “এতো বছর ধরে নিজ বাড়িতে ফিরে আসতে পারিনি, কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান না হলে হয়তো আমি আজও আমার বাড়িতে ফিরতে পারতাম না। আমাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদের বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি।”
এই অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী, মো আবুল কাসেম আজাহার (শামীম), এম নাজিম উদ্দিন, মনির হায়দার, মনিরুজ্জামান লায়েস, ওসমান গনি বাবুল, নুরুল ইসলাম রিপন, মোহাম্মদ হালিম, কামাল উদ্দিন শিকদার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শাকিল চৌধুরী রনি, খন্দকার মাসুম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আলম, নাহিদ হাসান।
এছাড়া, এর আগে সন্ধ্যায় ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাজার হাজার নেতাকর্মী নাজিরহাট থেকে তাকে বরণ করে নিয়ে আসেন।
মন্তব্য করুন