হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট দানবীর ও সমাজসংস্কারক, বাংলাদেশ শাহী গ্রুপের চেয়ারম্যান রবিবার নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি এক স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। রবিবার জোহরের নামাজের পর মদন ফকির ঈদগাহ ময়দানে মরহুমের ভাগিনা মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিনের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘ ও এলাকার সবাই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন