হাটহাজারীতে জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ৫০ পিস সেগুন কাঠ ভর্তি একটি চাঁদের গাড়ি আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পৌরসভার এগারমাইলস্থ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি এলাকা থেকে গাড়িসহ কাঠগুলো আটক করা হয়।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির দিক থেকে তিনটি অবৈধ চাঁদের গাড়ি ভর্তি মূল্যবান সেগুন কাঠ চট্টগ্রাম নগরীর দিকে পাচার করা হবে জেলা এনএসআই চট্টগ্রামের এমন তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনে অবস্থান নেয় বন বিভাগের কর্মীরা। এদিকে কাঠ ভর্তি গাড়িগুলো বন বিভাগের কর্মীদের অবস্থান টের পেয়ে কাঠ ভর্তি চাঁদের গাড়িগুলো চট্টগ্রাম নগরীর দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় পেছনে ধাওয়া দিলে দুটি গাড়ি পালিয়ে গেলেও নাম্বারবিহীন "অন টেস্ট" লেখা একটি গাড়ি হাটহাজারী অক্সিজেন মহাসড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে হাটহাজারী স্টেশন অফিসে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, আটককৃত কাঠের মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হতে পারে।
জানতে চাইলে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে রাত ১২টার দিকে জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন