উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ চৌধুরীহাট ও বড়দিঘিরপাড় এলাকার যানজট নিরসনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে অভিযানে সড়কের উপর মালামাল রেখে যানজট সৃষ্টির অভিযোগে তিন দোকানিকে আর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পবিত্র রমজানে রোজাদারসহ সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে চৌধুরীহাট ও বড়দিঘিরপাড় এলাকায় ১০ জন করে ২০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়। তবে প্রথমদিন হিসেবে ২০ জন আনসার মোতায়েন হলেও শুক্রবার থেকে ৫ জন করে উভয় স্থানে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা। তারা চাঁদরাত পর্যন্ত দুই শিফট করে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত যানজট নিরসনে কাজ করবে। এদিকে অভিযানকালে সরেজমিন দেখা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে চৌধুরীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের টিম নামার পরেও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পূর্বাংশে সড়ক দখল করে রাখে। তাদের বার বার সরে যেতে বলা হলেও তারা কর্ণপাতও করছেনা। এ যেন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। মৌখিক নির্দেশনা না মানায় পরবর্তীতে জরিমানা করলে তারা সড়ক থেকে সরে পড়ে। এদিকে পথচারীরা অভিযান দেখে সন্তোষ প্রকাশ করলেও তাদের মতে মৌখিক সতর্ক বা নির্দেশনা দিলে কাজ হবে না। দীর্ঘদিন ধরে দোকানদাররা তাদের ইচ্ছেমত ফুটপাত দখল করে আছে। লাগাতার অভিযান এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনলে যানজটের প্রধান স্পট চৌধুরীহাট যানজট মুক্ত হবে। তা ছাড়া কেবল দোকানদার নয়, লোকাল বাস, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা সড়ক জুড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যানজট লেগেই থাকে। নিরসনে আনসার নিয়োগ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। অপরদিকে বড়দিঘিরপাড় এলাকায় সড়কের পশ্চিম ও পূর্ব পাশে গাড়ির নিয়ন্ত্রণ আনায় মুহূর্তেই যানজট স্বাভাবিক পর্যায়ে চলে আসে। তবে কাল থেকে আরও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, সাধারণ মানুষ যাতে রমজানে একটু স্বস্তি পায়, তাই আনসার নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, যানজটের জন্য চিহ্নিতদের কোনো ছাড় দেয়া হবে না। এসময় তিনি বলেন জনস্বার্থে অভিযান নিয়মিত চলবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন