হাটহাজারীতে মুক্তিযোদ্ধার উপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী তাজুল ইসলাম (২৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত তাজুল ইসলাম উপজেলার পশ্চিম ধলই ১নং ওয়ার্ডের আজিম গোমস্তার বাড়ির মৃত তোফায়েল আহমেদের পুত্র।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, তাজুল ইসলাম উপজেলার ধলই ইউনিয়নের একই এলাকার বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ ও তার পরিবারের উপর হামলা করে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ বাদী হয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তাজুল ইসলাম আরও একটি হামলার ঘটনায় তহিদুল আলম নামের ব্যবসায়ীকে লক্ষ্য করে আক্রমণ করেন। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মঙ্গলবার রাত ১০টার দিকে জানান, মডেল থানার উপ-পরিদর্শক ফারুক একজনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছেন, তবে তার নাম পরিচয় এবং বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তথ্য সংগ্রহ করে দ্রুত জানানো হবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন