ঢাকা , শনিবার, ২০২৫ এপ্রিল ১২, ২৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৩, ১২:৩৪ অপরাহ্ন
#

চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি যাত্রী ব্যাংকার কামরুল ইবনে হাসান (৩৯), মো. ভুট্টু (৪০) এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোরশেদুল আলম (২৫) নামে তিনজন মারা গেছেন।

নিহত কামরুল ইবনে হাসান ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের পুত্র, ভুট্টু একই উপজেলার পাইন্দং এলাকার বাসিন্দা এবং মোরশেদ হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট ঘাটকুল এলাকার নুর মিস্ত্রির বাড়ির মৃত মাহাবুল আলমের পুত্র।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারী মেডিকেল গেটসংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়িমুখী একটি অজ্ঞাত বাসের সাথে চট্টগ্রামমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামরুল ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত ভুট্টু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একইদিন সকাল সোয়া ১১টার দিকে হাটহাজারী পৌর এলাকার মিরেরহাট ওয়েডিং পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে পাইপ ফিটিং (মেরামত) এর কাজ করার সময় ভবনের পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মোরশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video