ঢাকা , বুধবার, ২০২৫ সেপ্টেম্বর ১০, ২৬ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে প্রধান শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জাহেদুল আলম জাহিদ। হাটহাজারী
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০১, ০৫:৫৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের হাটহাজারীতে এক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ নিয়ে গেল সেপ্টেম্বরের ১০ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। ঘটনাটি উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের কাটাখালী উচ্চ বিদ্যালয়ের।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালে গঠিত নিরীক্ষা কমিটির তদন্তে ওঠে আসে ১ বছরে ৬,৫৪,০০০ (ছয় লক্ষ চুয়ান্ন হাজার) টাকা গরমিল। যা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, প্রধান মৌলভী মোঃ মকসুদুল করিম ও অফিস সহকারী কেশব কান্তি দেব মিলে লোপাটের অভিযোগ করেন নিরীক্ষা কমিটি। অভিযুক্ত আরো একজন শিক্ষক থাকলেও তিনি পরবর্তীতে ওই টাকা পরিশোধ করে দেন বলেও জানা যায়। তবে, বিদ্যালয়ের প্রয়োজনে টাকা তুলার কথা বললেও টাকা উত্তোলনের কোন রশিদ সংরক্ষণে না করার অভিযোগ এই চক্রের বিরুদ্ধে।

এ বিষয়ে নিরীক্ষা কমিটির প্রধান বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফরিদ বলেন, একবছরে যদি এত টাকার অসংগতি পাওয়া যায় তাহলে তিনি আদৌও কত টাকা সরিয়েছেন তা আসলেই চিন্তার। এছাড়াও তারা লিখিতভাবে এই দুর্নীতির স্বীকারোক্তি দিয়ে টাকা দেওয়ার অঙ্গীকার করলেও তা বারংবার পেছাচ্ছে এবং টাকা পরিশোধ না করার কথাও বলছে। এ পর্যন্ত অনেকবার টাকা পরিশোধের সময় দিলেও পরিশোধ করেননি। সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি তার।

অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এ নিয়ে আমি কোন মন্তব্য করতে চাইনা। তদন্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে তাদের দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video