ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় নিহত যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৫ জানুয়ারী ১৯, ০৩:৩৬ অপরাহ্ন
#

হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মোহাম্মদ সায়িম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকাল চারটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কস্থ মুনিয়াপুকুরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের ছেলে।

ঘটনার বিষয় পিকআপ চালক বলেন, ডিম কেনার উদ্দেশ্যে চৌধুরীহাট থেকে মানিকছড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ নিহত রাস্তা পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা লাগে। রক্তাক্ত অবস্থায় একটি সিএনজি যোগে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সত্যতা নিশ্চিত করেন ডাঃ জান্নাতুন নুর।
নিহতের পিতা মতিউর রহমান বলেন, সকাল ৬ টায় সে ঘর থেকে বের হয়। সিরাজ নামের এক জীপ গাড়ির চালকের সাথে হাটহাজারীতে স' মিলের গাছ কিনতে এসেছিলেন। মাঝে মাঝে নিহত গাড়ির হেলপারি করতেন বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই আরিফের নেতৃত্বে স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহালসহ যাবতীয় কার্যক্রম শুরু করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video