কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ই এপ্রিল) বিকাল চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন—ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মো. আলী, জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী এবং হাটহাজারী পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মজলুম ফিলিস্তিনিদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহীদদের রক্তের পথ ধরেই ইসলাম ও মুসলমানদের বিজয় হবে এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তারা বলেন, ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে হাজার হাজার নিরপরাধ গাজাবাসীকে হত্যা করেছে। ইসরায়েলি বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। গাজায় ইসরায়েলি হামলা একটি যুদ্ধাপরাধ, এবং একদিন এই বর্বর হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে বিচারের মুখোমুখি হতে হবে।
সমাবেশ থেকে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
পরে বাদ আসর হাটহাজারী ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটহাজারী পৌরবাজার, বাসস্ট্যান্ড, রাঙ্গামাটি সড়ক অতিক্রম করে কলেজ গেট হয়ে কাচারী সড়ক দিয়ে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।
মন্তব্য করুন