গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ এবং অগ্রযাত্রা উপলক্ষে ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে হাটহাজারী উপজেলা ছাত্রদল। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহত্তম ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১ জানুয়ারি হাটহাজারীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, ছাত্রদল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার অবদান রেখেছে, জাতির ক্রান্তিলগ্নে ছাত্রদল হাল ধরেছে। জুলাই-আগস্টের ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনের জন্য ছাত্রদলকে বাঙালি জাতি আজীবন স্মরণে রাখবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান তকির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, পৌর সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আবদুস শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মন্নান দৌলত, যুগ্ম আহ্বায়ক সাহিদুল আজম সাহেদ, যুগ্ম আহ্বায়ক এড. রিয়াদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব শাহেদ খানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দরা।
র্যালিটি হাটহাজারী ডাকবাংলো থেকে শুরু করে কাচারী সড়ক, জাগৃতি মোড় হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়। এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন