ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে কৃষি জমি ধ্বংস, প্রশাসনের নির্দেশ অমান্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ০৭, ১২:৩৯ অপরাহ্ন
#

কৃষি জমি রক্ষার জন্য সরকারের কড়া নির্দেশ এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কিছু দুর্বৃত্ত কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন করছে। এভাবে মাটি কেটে জমির মানচিত্র পরিবর্তন করে কৃষি জমি ধ্বংস করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে গত ২ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রথমবার এবং ১ জানুয়ারি ২০২৫ তারিখে দ্বিতীয়বার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, হাটহাজারীর ৯ নম্বর গড়দুয়ারা ইউনিয়নের ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডে হালদা ভেড়িবাঁধ সংলগ্ন প্রায় ২০ একর ভরাটকৃত সরকারি খাস এবং ব্যক্তিমালিকানাধীন জমিতে স্থানীয়রা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

কিন্তু অভিযোগে উল্লেখিত কিছু ব্যক্তি জেলা প্রশাসক এবং হাটহাজারী উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো:
১. মহিউদ্দীন শিবলু প্রকাশ বাচা, মদন তালুকদার বাড়ি, গড়দুয়ারা, হাটহাজারী
২. ইসমাইল (পিতা: নুরুল ইসলাম), ৭ নম্বর ওয়ার্ড
৩. ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ফোরকান (পিতা: মৃত ইসহাক)
৪. কেফায়েত উল্লাহ (পিতা: আনোয়ার সওদাগর), ৪ নম্বর ওয়ার্ড
৫. মঞ্জু (পিতা: মো. কাসেম), বাটিচৌধুরীর বাড়ি, উত্তর মাদার্শা
৬. মনা (পিতা: আবুল হাসেম), গুরুন চৌধুরী বাড়ি, উত্তর মাদার্শা
৭. করিম ড্রাইভার (পিতা: মো. রফিক), ইজ্জত আলী তালুকদার বাড়ি, গড়দুয়ারা

এই দুর্বৃত্তরা স্ক্যাবটর ও ড্রাম ট্রাক ব্যবহার করে দিনে-রাতে সমানতালে মাটি কেটে হালদা নদীর ভেড়িবাঁধ সংলগ্ন জায়গা থেকে ড্রাম ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে।

কিছুদিন আগে হাটহাজারী উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করেছিল। এরপর আবার অভিযান পরিচালনা করে স্ক্যাবটরের ব্যাটারি জব্দ করে।

ক্ষতিগ্রস্তরা প্রতিবাদ করতে গেলে দুর্বৃত্তরা অস্ত্র প্রদর্শন করে ভয় দেখায়। এমনকি বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় জমির মালিকরা এবং সমাজ সচেতন ব্যক্তিরা বিষয়টি প্রশাসনকে জানানোর পরও অভিযুক্তরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এবিএম মসিউজ্জামান বলেন, “আমরা গত কয়েকদিন আগে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। আবারও অভিযানে গিয়ে স্ক্যাবটরের ব্যাটারি জব্দ করেছি। তবে বারবার অভিযানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।”

স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা এসব দুর্বৃত্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না এবং নিজ এলাকায় বসবাস করতেও ভয় পাচ্ছেন। কয়েকজন প্রতিবাদ করায় তাদের বসতবাড়িতে হামলা হয়েছে। এ কারণে নিরুপায় হয়ে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video