ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মার্চ ০৯, ১২:৩৬ অপরাহ্ন
#

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা ফরহাদাবাদ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সভায় গমন কান্তি দে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম. জিন্নাত সুলতানা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। সভায় শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপরিচালক জেসমিন আক্তার, কেইস ম্যানেজার মো. শাহ জাহান, সাইকোলজিস্ট নাজমা আক্তার, সদনের পক্ষ থেকে শিফা আকতার ও শাহাদাত আলম জয় বক্তব্য প্রদান করেন।

এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পুনর্বাসন কেন্দ্রের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

সভা শেষে শিশু পুনর্বাসন কেন্দ্রের বালক-বালিকারা হামদ, নাত, কবিতা, নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করেন। সভার শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করেন আবরাহাম।

এ সময় সাংবাদিকবৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী এবং সদনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video