হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) হাটহাজারী পৌর এলাকার ত্রিবেণী কমিউনিটি সেন্টারে সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তিন ঘন্টার সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে ব্যালটের মাধ্যমে নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মো. আসলাম পারভেজ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার মো. বোরহান উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন, প্রবীণ সাংবাদিক নেতা ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মুঈনুদ্দিন কাদেরী শওকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, সাংবাদিক ন. মজিয়া চৌধুরী ও রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সভাপতি মোঃ শফিউল আলম ও প্রদীপ শীল।
এদিকে নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর এম এ শুক্কুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহামদ, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় আইন উপসচিব অ্যাডভোকেট সৈয়দ মোখতার আহমেদ ছিদ্দিকী, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জল, বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ ফিরোজ চৌধুরী, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাব সদস্য মোঃ কুতুব উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, আলিফ হসপিটালের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বাবুল, বাংলাদেশ ইসলামি যুবসেনার সাধারণ সম্পাদক ও কেয়ার পার্কের পরিচালক নাছির উদ্দিন রুবেল, কামাল পাড়া যুব সংঘের সাবেক সভাপতি মোঃ জাহেদুল ইসলাম ফিরোজ, চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কনক বড়ুয়া, হাটহাজারী পৌর কাচারি সড়ক বনিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, চিকনদন্ডী ইউপি সদস্য মোহাং সালাউদ্দিন, আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা হাটহাজারী দক্ষিণের সাধারণ এইচ এম জমির, উত্তরের মোঃ ইকবাল হোসেন, ফতেপুরের প্রচার সম্পাদক এইচ এম হায়দার, অ্যাডভোকেট হাদী জমির।
এ ছাড়া নির্বাচনে সহ-সভাপতি হিসেবে মিডিয়া এক্সপ্রেসের জাহেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলী অবজারভারের উজ্জ্বল নাথ, সহ সাধারণ সম্পাদক দৈনিক শাহ আমানতের জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময়ের সুমন পল্লব, সহ সাংগঠনিক দৈনিক জনবাণী'র মোঃ আবু নোমান, অর্থ সম্পাদক দৈনিক সময়ের নিউজ'র মোঃ আবুল মনছুর, প্রচার সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রার মোঃ ওসমান গনি, দপ্তর সম্পাদক দৈনিক সময়ের নিউজের এইচ এম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ইনফো বাংলার রিমন মুহুরী, ধর্ম বিষয়ক হিসেবে দৈনিক আমার সংবাদের সাহাবুদ্দীন সাইফ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, প্রবাসী সদস্য হিসেবে মোহাম্মদ জামশেদ, মোঃ আরফাতুল ইসলাম, মোঃ জাসেদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। এদিকে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, হাটহাজারীতে এই প্রথম নির্দিষ্ট সময়ে এবং সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে গোপন ব্যালটের মাধ্যমে কোন সাংবাদিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এভাবে যদি সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা হয় তাদের মাঝে চলমান বিভেদ, মতানৈক্য বিশেষ করে বৈষম্য দূর হবে।
সাংবাদিকরা জাতির বিবেক দেশের চতুর্থ স্তম্ব। সাধারণ জনগণ তাদের উপর অনেক কিছু আশা করে। সমাজের অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের জীবন কাহিনি, সমাজের দুর্ভোগ দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদে অনেক কিছু পরিবর্তন হয়। একজন প্রতিনিধির সামাজিক কাজ করতে সুবিধে হয় একজন সাংবাদিকের লেখনীর মাধ্যমে। সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে একটা জাতির পরিবর্তন হয়। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এ প্রত্যাশা সকলের।
মন্তব্য করুন