স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসে মিলি প্রাণের বন্ধনে—এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০০৯-১০ সেশন, ২০১৩ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক বাপ্পু সেনের সভাপতিত্বে এবং হিমু বড়ুয়া, ক্লিংটন দাশ ও প্রিয়া মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ভাস্কর দে।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন কক্সবাজার টেকনাফ স্থল বন্দরের সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আশীষ রঞ্জন নাথ, ইনস্টিটিউট সংযুক্তি (উদ্ভিদ সংরক্ষণ) অতিরিক্ত উপপরিচালক তপন কুমার রায়, শিক্ষার্থী শাওন দেব, প্রসেনজিৎ দাশ, আরিফুল ইসলাম, কংকা দাশ, আফসার হোসেন প্রমুখ।
এতে যুগ্ম আহ্বায়ক রনি দে, যুগ্ম আহ্বায়ক এ.বি.এম. ওসমান, অর্থ সচিব প্রদীপ দেসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ শেষে সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন সম্পন্ন হয়।
মন্তব্য করুন