চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গামারী তল এলাকার রেজিয়া মেম্বারের বাড়ির এরশাদুল্লাহর পুত্র মোহাম্মদ রিজভী (১৫) গতকাল মঙ্গলবার ভোর ৪টায় আবুল খায়ের স্টিলের ভেতরে বিসমিল্লাহ ট্রান্সপোর্টের ট্রাক শাখায় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তার সহপাঠীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে বলে জানান নিহতের পিতা এরশাদুল্লাহ।
মঙ্গলবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং গামারী তল এলাকায় দাফন সম্পন্ন করা হয়।
এদিকে আবুল খায়ের স্টিলের ম্যানেজার এমরুল খাইস ভূঁইয়া জানান, ভোররাতে লোড করার সময় বিসমিল্লাহ ট্রান্সপোর্টের গাড়ির হেলপার তাদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে মেডিকেলে নেওয়ার পথে মৃত্যুবরণ করে বলে শুনেছেন।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, আবুল খায়ের ও বিসমিল্লাহ ট্রান্সপোর্টের গাড়ির এক হেলপার গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন