চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী সেতু রক্ষায় অপরিকল্পিত বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার গোডাউন ব্রিজের উপর মানববন্ধন ও সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। স্থানীয় বাসিন্দাদের মধ্যে মুহিবুল্লাহ মারুফী, মো. রাসেল, মো. নজরুল, মো. জামাল, মো. জমির, খায়রুল ইসলাম, ইসকান্দর মির্জা, কপিল উদ্দিন, কাজী সোহান-সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, কর্ণফুলী সেতুর পাশ থেকে অবৈধ বালু তোলার কারণে সেতু ঝুঁকিতে রয়েছে। নদী পাড় হুমকির মুখে পড়েছে। বালু তোলার কারণে নদীতে তলিয়ে যাবে শত শত বসতঘর। ধ্বসে যাচ্ছে শত শত কোটি টাকার স্থাপন করা ব্লক। অবিলম্বে সরফভাটাসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অবৈধ বালু তোলা বন্ধ না হলে ঢাকামুখী লং মার্চ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মন্তব্য করুন