ঢাকা , রবিবার, ২০২৫ মে ১৮, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে স্কুলের পুরস্কার বিতরণীতে আসলাম চৌধুরীর গুরুত্বপূর্ণ বার্তা

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৫ মে ১৮, ০৪:৫৭ অপরাহ্ন
#

শিক্ষার্থীদের অন্তত দুই ঘণ্টা করে বাসায় পড়ালেখা করতেই হবে—তাহলেই কেউ অকৃতকার্য হবে না। অভিভাবকদেরও সচেতন হতে হবে সন্তানদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে। একটি ভালো শিক্ষাঙ্গন নিশ্চিত করতে হলে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

রবিবার (১৮ মে) সীতাকুণ্ডের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

আসলাম চৌধুরী আরও বলেন, “যার যার অবস্থান থেকে সবাইকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে। বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী ফাওজিয়া আবিদা এবং গীতা পাঠ করেন ছাত্রী প্রত্যাশা দে।

এছাড়াও বক্তব্য রাখেন—চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদস্য সচিব খ. ম. নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী এবং বিদ্যালয়ের ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video