ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৭ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সড়ক দু’র্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ১৭, ০৫:২৩ অপরাহ্ন
#

সীতাকুণ্ডে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় অভিজিৎ দাশ (৩১) ও শাহেদুল ইসলাম (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় শাহেদুল ইসলাম (২৮) ও শান্তনু বিশ্বাস(২৯) কে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহেদুল ইসলামের মৃত্যু হয়।

শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার কদমরসূল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভিজিৎ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রৌশাংগিরি এলাকার অঞ্জন দাশের পুত্র ও শাহেদুল ইসলামের  বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তিনি জানান, রাতে মহাসড়কের কদমরসুল এলাকায় চট্টগ্রামমুখী মোটরসাইকেলটিকে বেপরোয়া গতিতে আসা একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসা আরোহী অভিজিৎ দাশের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক শান্তনু বিশ্বাস ও তার পেছনে থাকা আরোহী শাহেদুল ইসলাম। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video