ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ১৮, ০৪:৩৮ অপরাহ্ন
#

সীতাকুণ্ড উপজেলার শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা বিএনপি।

১৬ ডিসেম্বর সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি পুষ্প অর্পণ করেন। কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপি।

এ সময় সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ড. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরসালিন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক বদিউল আলম বদরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, জাফর ভূঁইয়া, আকবর হোসেন, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া মনি, নুরুউদ্দিন জাহাঙ্গীর, আনোয়ার চেয়ারম্যান, মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল কামাল, আলাউদ্দিন মাসুম, সারোয়ার কামাল, শাখায়াত রাসেল, ইদ্রিস মিয়া, শাহাবুদ্দিন, নাজিমুদ্দৌলা, খোরশেদ আলম, এবং জাহেদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video