সীতাকুণ্ড শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড, চট্টগ্রাম জনাব মোঃ ফখরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড, চট্টগ্রাম; উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বীর মুক্তিযোদ্ধাবৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। সীতাকুণ্ড উপজেলার বিএনপি ও সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ করেন।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সীতাকুণ্ড উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ করা হয় এবং শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য করুন