ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে মাদক মামলায় ৭ মাস জেল খেটে আবার গ্রেফতার সেলিম

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ১৮, ০২:০১ অপরাহ্ন
#

গতকাল ১৭ মার্চ মাদক মামলায় ৭ মাস জেল খাটার পর আবার গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামী সেলিমকে। সোমবার রাত ৯ টায় গ্রেফতার করা হলে সেলিমের বসতভিটা দখল করতে সুবিধা হবে। সেলিম আহমেদ তার স্ত্রী নাছিমা আওয়ামী লীগ নেতার নির্যাতনের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি আরও জানান, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের, মধ্যম সোনাইছড়ি ৪ নং ওয়ার্ড, বার আউলিয়া, খোঁজার পাড়া এলাকার মৃত শাহ আলমের পুত্র মোঃ সেলিম আহমেদকে আওয়ামী লীগ প্যসিস সরকার পতনের আগ থেকেই নিরীহ এই অসহায় পরিবারটিকে পৈত্রিক সম্পত্তি, বসতভিটা থেকে উচ্ছেদ করে জবরদখল করতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী সরকারের অবৈধ সাবেক মেম্বার নাছির, মোঃ কামরুল ইসলাম, আয়ুব আলী, ইমরুল, এজাহার মিয়া, ইউসুফ আলী, আওয়ামী লীগের কয়েকজন ধূসর বিএনপির সমর্থক পরিবারের সদস্যরা। তারা পৈত্রিক সম্পত্তি ও বসতভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া।

আইন এবং আওয়ামী ধূসরদের কাছে অসহায় এই পরিবারটি ২০১৮ সাল থেকে বিভিন্ন দপ্তরে মামলা, হামলা, অভিযোগসহ হয়রানি হয়ে আসছে। আওয়ামী লীগের এই ধূসরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে ভয় পায় অবৈধ টাকার কাছে। সেলিম আহমেদ কখনও মাদকের সাথে জড়িত ছিলেন না। তার পরপরই তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলায় হাজত খাটানো হয়েছে ৭ মাস। স্থানীয় মন্যগণ্য ব্যক্তিবর্গ এলাকায় সামাজিকভাবে সমাধান করতে বার বার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকারের অবৈধ মেম্বার নাছিরের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে গ্রামবাসী। ২০২৫ সালে আওয়ামী লীগের পতনের পর তার দাপটে কোনো কমতি নেই। নাছির, কামরুল ইসলাম, আয়ুব আলী, ইমরুল, এজাহার মিয়া, ইউসুফ আলী। থানার অভিযোগ মানছে না। নাছিরের খুঁটির জোর কোথায়?

নাছিমা বলেন, "এই পৃথিবীতে আমার কেউ বাচে নেই, কোনো আত্মীয়-স্বজন নেই, আমার জন্য আল্লাহ আছেন।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video