ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বিএসআরএম কারখানায় স্ক্র্যাপের মধ্যে অবিস্ফোরিত বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ০১, ০২:২৮ অপরাহ্ন
#

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বিএস আর এম বিদেশ থেকে আমদানি কৃত লৌহর স্ক্র্যাপে অবিস্ফোরিত বোমা পাওয়া যায়। ৩০/১১/২০২৪ইং তারিখে। এই ঘটনায় সীতাকুণ্ড থানার একটি সাধারণ ডায়রি করে বিএস আর এম করতি পক্ষ এডমিন আসাদুজ্জামান বাদী হয়ে। সীতাকুণ্ড থানার ডায়রি নং ১৬৬৩ তারিখ ৩০/১১/২৪ইং।

অফিসার ইনচার্জ মজিবুর রহমান সীতাকুন্ড মডেল থানা জানান ,সাধারণ ডায়েরি নং-১৬৬৩,তাং-৩০/১১/২৪ ইং। সীতাকুন্ড থানাধীন বারআউলিয়া বিএসআরএম (রিসাইক্লিং) ইউনিটের কারখানার সিনিয়র এক্সিকিউটিভ এডমিন জনাব মোঃ আসহাদুল আলম সাং- বক্তপুর, ফজল আহমদ মাস্টার বাড়ি, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, সীতাকুণ্ড থানায় হাজির হইয়া সূত্রোক্ত ডায়েরীর করার মাধ্যমে জানান যে , বর্ণিত কারখানার অভ্যন্তরে স্ক্র্যাপ বাছাইকালে ০১টি বোমা সাদৃশ্য বস্তু ৩০/১১/২৪ ইং সকাল ০৯:৩০ ঘটিকার সময় পাওয়া যায় । সাময়িক ভাবে তাহা পূর্বে অভিজ্ঞতা এর মাধ্যমে নিরাপদে চিহ্নিত করে রাখা হয়েছে ।

এমতাবস্থায় বোমা সদৃশ অবিস্ফোরিত বস্তুটি নিষ্ক্রিয় করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করা একান্ত প্রয়োজন সীতাকুণ্ড থানার সহযোগিতা চাইলেন বিএস আর এম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video