ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ০৬, ২৩ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে বিএনপির নেতার হত্যা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ এপ্রিল ০৫, ০৬:১৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভার সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠের বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার এবং ২৯ রমজান স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীনকে বাড়ির আঙিনায় ইফতারের পর জবাই করে হত্যা ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার-হয়রানির প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও পৌর যুবদল-স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা নাছির হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

গতকাল শনিবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাইপাস সড়কে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কাদের, সদস্য সচিব কাজী মহিউদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীন, সদস্য ইউসুফ নিজামী ও জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরছালিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাবুদ্দিন রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মনি, সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দল, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহম্মদ চলু, মোজাহের হোসেন অশরাফ, আরঙ্গজেব মোস্তফা (চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক), সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সভাপতি মহিউদ্দিন, জয়নাল আবেদীন দুলাল, শহিদুল্লাহ ভূঁইয়া প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video