ঢাকা , বুধবার, ২০২৫ সেপ্টেম্বর ১০, ২৬ ভাদ্র ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে গাড়ির চাপায় নৈশ প্রহরী লেদু মিয়ার মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ নভেম্বর ২৬, ০২:২৫ অপরাহ্ন
#

সীতাকুণ্ড গাড়ির চাপায় মোঃ লেদু (৭০) এক  নৈশ প্রহরী নিহত হয়। সোমবার ২৫ নভেম্বর সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

সে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের আমিরুজ্জামানের পুত্র। নিহত লেদু মিয়া মাদামবিবিরহাট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাদামবিবিরহাট এলাকায় ফরেস্ট বিট অফিসের কাছে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমূখী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা লাশটি উদ্ধার করে নিহতের বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি বার আউলিয়া হাইওয়ে থানাকে অবহিত করা হয় বলে জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video