ঢাকা , মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ১ মাঘ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ড উপজেলা বিএনপির তীব্র প্রতিবাদ, আওয়ামী লীগের মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০৯, ০৬:১৮ অপরাহ্ন
#

সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে ৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড জোড়ামতল এলাকায় দুই সহোদর ভাই মীর ইউসুফ এবং মীর আব্দুর রহিমের মধ্যে জমির বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। আব্দুর রহিম তার জমি বাইরে বিক্রি করে দেয়। রহিম বিষয়টি ইউসুফকে বুঝাতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। প্রায় এক ঘণ্টা পরে ইউসুফ ঘরে গিয়ে গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে ঘর থেকে বের হতে যাচ্ছিলেন এমন সময় ঘরের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে পাবলিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে হত্যা বলে দাবি করে আওয়ামী লীগ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ড. কমল কদর, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মুরসালিন, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুউদ্দিন জাহাঙ্গীর, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিমদৌলা, একরামুল্লা ইউনিয়ন বিএনপির সদস্য রবিউল হক, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদল আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন এবং সীতাকুণ্ড উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video