চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দল ঝংকার শাখার উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। নাজিরহাট পৌরসভার শ্রমিকদল সভাপতি মোহাম্মদ আব্দুল মনসুরের সভাপতিত্বে এবং ফটিকছড়ি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফির সঞ্চালনায় এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আহ্বায়ক সওকত উল্লাহ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার বিএনপির সভাপতি মোহাম্মদ এজাহার মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহ নেওয়াজ শেভূল, পৌর বিএনপির সদস্য মোহাম্মদ কাজী আরশাদ উদ্দিন রোমান, ওমর ফারুক চৌধুরী ডিউক, মোহাম্মদ ইলিয়াস সিকদার, মোহাম্মদ সরোওয়ার, নুরুল (মুনমুন টুনু), রমজান, মোহাম্মদ আনোয়ার, নাজিম, দুলাল উদ্দিন সরোওয়ার, মোহরম আলী, রাম প্রসাদ, ইকবাল, দেলোয়ার, সহ প্রমুখ।
মন্তব্য করুন