ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ০২, ১৯ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সিএনজি চালক রাশেদ ও তার পরিবার নতুন ঘরে আশ্রয় পেলেন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ মার্চ ১৫, ০১:১৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা'র ১৩নং ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড খলিফাপাড়ার বাসিন্দা সিএনজি চালক মুহাম্মদ রাশেদ'র বসতবাড়ি গত ২৯ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। সিএনজি চালক রাশেদ তার মা ও স্ত্রী, সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে দেখে ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম ঘরটি পুনঃ সংস্কার করে দেওয়ার জন্য উদ্যোগ নেয়।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে আগুনে পুড়ে যাওয়া ঘরটির পুনঃ সংস্কার শেষে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা দিদারুল ইসলাম, তাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহিম, জয়নাল আবেদীন, নেজাম উদ্দিন প্রমুখ।

সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম বলেন, ঘরটিতে যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন আমি ব্রিক ফিল্ডে থাকায় তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাই। কিন্তু ঘর থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। মুহাম্মদ রাশেদ সিএনজি চালিয়ে সংসার চালালেও গত এক বছর পূর্বে বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে ঘরটি করেছিলেন। কিস্তি টাকা শেষ না হতেই তার ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমত অবস্থায় পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এ কষ্ট দেখে আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীকে অবগত করলে তিনি আমাকে ঘরটি পুনঃ সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে বলেন। এমতাবস্থায় আমি নিজে উদ্যোগ নিয়ে ঘরটি পুনঃ সংস্কার করে দিয়েছি। তবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে, ঈদের পূর্বে ঘরটির কাজ সম্পূর্ণ করে তাদের হাতে বুঝিয়ে দিতে পেরেছি। আমি একজন দলের নগণ্যতম কর্মী হিসেবে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র হুম্মাম কাদের চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর নেতৃত্বে আমি ইসলামপুর ইউনিয়নের আনাচে কানাচে দলের পক্ষে কাজ করে যাচ্ছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video