আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রামে দুঃস্থ মানুষের মাঝে কম্বল ও মাক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর আমানত শাহ মাজার সংলগ্ন এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝেনকম্বল বিতরণ করা হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম আজিজ,সহ-সভাপতি সেলিম আফজল,যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃশরীফ হোছাইন,সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন,রিতাব উদ্দিন বাবু,সালামত আলী,অর্পন ধর,ডাঃইমতিয়াজ, বখতিয়ার হোসেন,মনিরুল ইসলাম হিরু,শান্তি দেবী তংচংগ্যা,এইসএম তানভীর,মোঃসাহিদ এমরান,মোঃসেলিম, মাসুদ পারভেজ, ইমরানুল ইসলাম,শফি উল্লাহ সহ বিভাগীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তরা মানবাধিকার সংগঠনের পাশাপাশি সমাজের বৃত্তবান দের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক এতিম ও ছিন্নমূল শীতার্ত অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন