ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৮ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত

মুহাম্মদ ওসমান হোসেইন, কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১২, ০১:১৫ অপরাহ্ন
#

সারা দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় কর্ণফুলী উপজেলায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে কর্ণফুলী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কর্ণফুলী নারী শিশু রক্ষা কমিটির পৃথক ব্যানারে সাধারণ জনগণ, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং সমাজের নানা স্তরের মানুষ রাস্তায় নেমে উপজেলার প্রধান সড়কে ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন।

এই সময় সাধারণ শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষও বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, “ধর্ষণ একটি জঘন্য অপরাধ। এই অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে সাহস না পায়।”

বক্তারা আরও বলেন, “ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তারা। আমরা চাই, আগামী এক মাসের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। নয়তো সাধারণ মানুষ রাজপথে নেমে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video