ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক চেয়ারম্যান জসিম আহমেদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ২১, ১২:৫১ অপরাহ্ন
#

চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদের মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনটি চন্দনাইশ উপজেলার ‘সর্বস্তরের জনগণ’, ‘মহল মার্কেট ব্যবসায়ী সমিতি’, ‘জেসিকা গ্রুপ’, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা চন্দনাইশ’ এবং ‘রামাদা কক্সবাজার’-এর ব্যানারে আয়োজিত হয়।

বক্তারা জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সেগুলো দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। তাঁরা বলেন, একজন ঢাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

বক্তারা আরও বলেন, জসিম উদ্দিন একজন মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি এবং একজন রেমিট্যান্সযোদ্ধা। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, জসিম উদ্দিনকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video