স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১১ এপ্রিল) বখতিয়ার ফকির বাড়ি জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। তরুণ সংঘের সভাপতি এইচ এম এরশাদের সঞ্চালনায় এবং অত্র মসজিদ কমিটির সভাপতি হাফেজ জাফর আহমদের সভাপতিত্বে এই মাহফিলে প্রধান অছিলা হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ফতেপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো. জাকের হোসেন।
প্রধান বক্তা ছিলেন ফতেপুর এম আই সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন আলকাদেরী। তিনি বলেন, মরহুম মোঃ শফি কোম্পানি ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করে মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট সংস্কারে অসমান্য অবদান রেখেছেন। মানুষ বেঁচে থাকে তার কর্মফলের মাধ্যমে। যে এলাকায় গুণী মানুষের কদর নেই, সেখানে গুণী মানুষ জন্ম গ্রহণ করেন না—এমন মন্তব্যও করেন বক্তারা।
বিশেষ বক্তা ছিলেন বখতিয়ার ফকির বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মিসবাহ উদ্দিন বদরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জাফর সওদাগর, গাউছিয়া কমিটি ফতেপুর শাখার সহ-সভাপতি মোঃ সেকান্দর মিয়া, সমাজ প্রতিনিধি আবদুল খালেক, মো. জাফর, বাংলাদেশ শাহী গ্রুপের জিএম মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, শাহজাদা মোহাম্মদ রফিক, তরুণ সংঘের সাবেক সভাপতি মাওলানা আবু শায়বা মুছা কাজেম, তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ আনিসুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তরুণ সংঘের উপদেষ্টা মোঃ নুর মিয়া, মো. ছাবের, মাহফুজুল হক, সহ-সভাপতি শহিদুল ইসলাম, অত্র মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, সফিউল আজম, হাফেজ হামিদ প্রমুখ।
প্রথম অধিবেশন কুরআন খতমের মাধ্যমে সমাপ্ত হয় এবং করব জিয়ারত শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন