সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহ বাধাগ্রস্ত করায় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মালেক মুন্সি বাজারের পূর্বে গুপ্তছড়া সড়কের রাস্তার উত্তর পাশের মুন্সি আবুল কালামের পুত্র মোঃ সফিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্মাণাধীন স্থাপনার সামগ্রী ভেঙে পানি প্রবাহ নিশ্চিতের জন্য নির্দেশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়) উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা এ অভিযান পরিচালনা করেন।
হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সি বাজার সংলগ্ন স্থানে প্রবাহমান সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহে বাধাগ্রস্ত করা হচ্ছিল।
এ অপরাধে সঙ্গে জড়িত মোঃ সফিক নামে একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে দোষী সাব্যস্তক্রমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, সরকারি খাল দখল করা একটি অপরাধ হিসেবে বিবেচিত হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারা অনুযায়ী উক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন