পবিত্র রমজান উপলক্ষে সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না করায় দুটি মামলায় মোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চৌমুহনী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিগ্যান চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে চালানো অভিযানে চৌমুহনী বাজারের রাকিব স্টোর ও আকবর স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৫৩ ও ৪৫ ধারায় সর্বমোট এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি যানজট নিরসনে অবৈধ পার্কিং রোধে সড়কের বিভিন্ন স্থানে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সন্দ্বীপ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
মন্তব্য করুন