ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ২০, ৫ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে বিএনপি’র ইফতার মাহফিলে জাতীয় নির্বাচনের বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বুধবার, ২০২৫ মার্চ ১৯, ০২:২৪ অপরাহ্ন
#

সংস্কারের নামে টালবাহানা করে জাতীয় নির্বাচন কে বিলম্বিত করা মেনে নেয়া হবে না। সন্দ্বীপে বিএনপি’র এক বিশাল ইফতার মাহফিলে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ করে উপরোক্ত হুশিয়ারী উচ্চারণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাফ হোসেন। যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম(৩) সন্দ্বীপ সংসদীয় আসন হতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এর দেয়া এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক আরো বলেন-বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের প্রকৃত শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন তার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সহ হাজারো মুক্তিকামী ছাত্র-জনতা। তিনি আরো বলেন-২৪ এর ছাত্র-জনতার সফল আন্দোলনে বিএনপি’র গুরুত্বপূর্ণ ভূমিকা কে ছাত্র নেতৃত্ব পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগের সুরে বলেন। অথচ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এ আন্দোলনের পেছনে মূল চালিকা শক্তি ছিলেন। যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন- গত ১৭ বছরে আমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোসানলে পড়ে আমার মাতৃভূমি সন্দ্বীপ সহ বাংলাদেশে আসতে পারিনি। আজকের এই বিশাল সমাবেশ প্রমান করে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে আমার অবস্থান কোথায় ? আগামী জাতীয় নির্বাচনে সন্দ্বীপ সংসদীয় আসন হতে ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন তাকেই জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করবো। ১৮ মার্চ বিকেল ৩টায় পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজা উদ দৌলা সজীব এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহবায়ক কাউছার চেয়ারম্যান, আব্দুল ওহাব কবির, জাহাঙ্গীর হোসেন, গাজী হানিফ, নাসিরুল কবির মনির তালুকদার, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন দিদার, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক শাহরিয়ার সজীব, পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাইনউদ্দীন, সাবেক ছাত্রনেতা মাহবুবুল মাওলা শিমুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সিঃ যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান বাদশা, যুগ্ন আহবায়ক আবদুল ওহাব কবির চেয়ারম্যান, সদস্য ফসিউল আলম রহিম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দীন আহমেদ, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম , সারিকাইত ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শওকত আলী রাজু, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইদ্রিস আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক শওকত তালুকদার, আজিমপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ এহসান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল মেম্বার, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দীন মেম্বার, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ মাহফুজুর রহমান ঝন্টু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, জাসাস সন্দ্বীপ উপজেলার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক দলের আহবায়ক জুলফিকার আলি ভুট্টোসহ অনেকেই। পরে বিএনপি’র দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত শেষে উপস্থিত হাজারো নেতা-কর্মী ইফতার মাহফিলে অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video