ঢাকা , বুধবার, ২০২৫ এপ্রিল ১৬, ২ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে বিএনপি নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ০৮, ১২:৩৩ অপরাহ্ন
#

বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আজ দুপুর ১২টায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সন্দ্বীপ থানার ওসি শফিকুল আলম চৌধুরী মতবিনিময় করেন।

আইনশৃঙ্খলা বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আজ কী আলোচনা হয়েছে জানতে চাইলে সন্দ্বীপ থানা ওসি শফিকুল আলম চৌধুরী সন্দ্বীপ অনলাইনকে জানান—গত কয়েকদিনে ২/৩টি ঘটনা ঘটেছে, এগুলো যাতে সামনে আর না বাড়ে, সে জন্য বিএনপি নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এবং যে বা যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ওসির সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সন্দ্বীপ অনলাইনকে জানান—আমরা দল থেকে সিদ্ধান্ত নিয়েছি, সন্দ্বীপের আইনশৃঙ্খলা রক্ষায় যৌথভাবে কাজ করব। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদকাসক্ত—যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, আনসার ও পিডিপি যৌথভাবে অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরীকে অনুরোধ জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাদশা, যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম, পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান শাহরিয়ার, সদস্য সচিব এম এ আজিজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. মনিরুল ইসলাম মাহি প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video