ঢাকা , বুধবার, ২০২৫ মার্চ ১২, ২৭ ফাল্গুন ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে পুলিশের অভিযানে শীর্ষ ডাকাত রুবেল গ্রেপ্তার

মাহমুদ মান্না, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ মার্চ ০৬, ০৩:৩৭ অপরাহ্ন
#

চট্টগ্রামের সন্দ্বীপ থানায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ ডাকাত রুবেল (৩৮) কে একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ৬ মার্চ ২০২৫ ইং গভীর রাতে সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পুলিশ দ্রুত অভিযান চালালে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের হাতে শীর্ষ ডাকাত রুবেল ধরা পড়ে, তবে বাকিরা পালিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, রুবেল ডাকাতের অত্যাচারে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। সে বিভিন্ন বাড়ি ও দোকানে ডাকাতি করার পাশাপাশি নারীদের উত্ত্যক্ত করত।

ডাকাত সর্দার রুবেলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় দুটি ডাকাতি মামলা সহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি সন্দ্বীপ থানার তালিকাভুক্ত ৪৫ জন ডাকাতের মধ্যে ২ নম্বর আসামি।

সন্দ্বীপ থানা পুলিশ ও স্থানীয়রা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video