ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদ, সন্দীপ প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : শনিবার, ২০২৫ ফেব্রুয়ারী ০১, ১২:১০ অপরাহ্ন
#

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা কমপ্লেক্স কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।

ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি মুহাম্মদ জিহাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ খায়রুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মাইনউদ্দীন, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ মহিবউল্ল্যাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাস্টার মাহামুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইসমাইল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুফতি শেখ জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ সাংগঠনিক শাখার সাবেক সভাপতি রেজাউল করিম রণি প্রমুখ।

সম্মেলনে ইয়াছিন আরাফাত ভূইয়াকে সভাপতি, আশরাফুল আলমকে সহ-সভাপতি এবং নাজমুস সাকির আবরারকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্যবিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সন্দ্বীপ সাংগঠনিক শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video