বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, এদেশে আমরা ধর্মীয় দিক থেকে সামঞ্জস্যপূর্ণ মন-মানসিকতায় বিশ্বাসী। এই ঐক্য আমাদের শক্তি এবং এই শক্তিকেই ইসলামের শত্রুরা ভয় পায়। তারা আমাদের মাঝে বিভাজন তৈরি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ছোটখাটো ভুলভ্রান্তিকে কাজে লাগিয়ে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। তাই এসব ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলার বিবিরহাটস্থ ইমাম আবু হানিফা মাদ্রাসার বার্ষিক মাহফিলে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্বীনি শিক্ষার ভিতকে মজবুত করতে হবে। কোরআন ও হাদিসের আলোকে নিজেদের জীবন গঠনের চেষ্টা চালাতে হবে। আলেম-উলামাদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি পরিবারে কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ৫ আগস্টের পর মজলুম জনতা মুক্তি পেলেও নতুন করে চট্টগ্রামকে কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর, বঙ্গোপসাগর ও পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চলছে। তবে দেশপ্রেমিক তাওহিদি জনতা এই ষড়যন্ত্র রুখে দেবে।
মোহাম্মদ এজাহার ও মাস্টার শহীদের সঞ্চালনায় মাহফিলের সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ শওকত হোসাইন। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আবু হানিফা মাদ্রাসার ট্রাস্টের চেয়ারম্যান ড. সাইয়্যেদ আবু নোমান। প্রধান আলোচক ছিলেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম কাসেমী। বিশেষ ওয়াজ পেশ করেন সলিমা সিরাজ মহিলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহসিন আল হোসাইনী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু, সেলিম উদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, ইউসুফ বিন সিরাজ, মো. শওকত হোসেন, ডা. তৌফিকুল আলম, মাওলানা আবু বক্কর, মাওলানা তৌহিদুল ইসলাম, এবং জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ মাহফিলে বক্তারা ইসলামের ঐক্য ও দ্বীনি শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে দ্বীনি চেতনায় উজ্জীবিত থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন