সীতাকুণ্ড পৌরসভায় তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে দুইজন সনাতন ধর্মের পূর্ণার্থী মৃত্যুবরণ করেন। একজন পুরুষ, কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাঁসিখালী উত্তর বোনিয়ার মৃত মগন দাশের ছেলে বান্টু লাল দাশ (৬০), শীথানাথ পাহাড়ের উচ্চস্থানে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন বলে তার স্ত্রী লক্ষ্মী দাশ জানান। আরেকজন মহিলার (৪০) পরিচয় পাওয়া যায়নি।
দুইটি লাশ সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুল ও সীতাকুণ্ড থানার এসআই ইদ্রিছ আলী উদ্ধার করেন। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন