ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি, সংস্কারের দাবি স্থানীয়দের

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ৩০, ১২:৪৬ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের প্রতিটি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে রয়েছে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ইউনিয়নের অধিকাংশ সড়কে কোনো উন্নয়ন বা সংস্কারের ছোঁয়া লাগেনি। প্রতিটি সড়ক এখন খানাখন্দে ভরা, মাঝপথ দেখলে মনে হয় ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে।

এস আলম পাওয়ার প্ল্যান্টের মালামাল বহনকারী ভারী ট্রাক ও ডাম্পারের কারণে বাংলা বাজার থেকে পূর্ব বড়ঘোনা হাব্বানিয়া বাজার হয়ে সকাল বাজার সংযোগ সড়ক এবং শীলকূপের টাইম বাজার থেকে গণ্ডামারা ব্রিজ সংযোগ সড়ক মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গণ্ডামারা-বড়ঘোনা সংযোগ আশরাফ আলী সড়ক, হাদীর পাড়া থেকে বেড়িবাঁধ সংযোগ সড়ক, মনাজিপুকুর থেকে রহমানিয়া মাদ্রাসা হয়ে চরপাড়া সংযোগ সড়ক, হাদীর পাড়া থেকে নোয়াপাড়া-বদল মিয়াজির বাড়ি সড়ক, মোয়াজ্জিন পাড়া থেকে পূর্ব গণ্ডামারা লালবাড়ি সংযোগ সড়ক, হামিদ আলী টেক থেকে দরফ আলী সিকদার পাড়া হয়ে পশ্চিম বড়ঘোনা সকাল বাজার সংযোগ সড়ক, নতুন বাজার থেকে হাটখালী বাজার সড়ক, হাদীর পাড়া থেকে ধুপিপাড়া হয়ে উত্তর গণ্ডামারা সংযোগ সড়ক

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না করায় অন্তত ২০টির বেশি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় এসব সড়কে হাঁটুসমান পানি জমে, আবার শুষ্ক মৌসুমে ধুলায় ঢেকে যায় পুরো এলাকা। এতে শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট যেমন বাড়ছে, তেমনি রোগী পরিবহনের ক্ষেত্রেও দুর্ভোগ চরমে উঠেছে।

স্থানীয় চালক মাহবুব রহমান, তৌহিদুল ইসলাম, আবুল হোসেন, মো. করিমসহ অনেকে জানান, এসব সড়কের বেহাল দশার কারণে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। অনেক সময় সড়কেই ডেলিভারি হয়ে যায়, আবার কেউ কেউ হাসপাতালে পৌঁছার আগেই মারা যায়।

এ বিষয়ে গণ্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান গণী বলেন, "কয়েকটি সড়কের জন্য আবেদন করেছি এবং কিছু স্থানে আংশিক সংস্কার করা হয়েছে। তবে বেশিরভাগ সড়ক এখনো অবহেলিত। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।"

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video