চট্টগ্রামের লোহাগাড়ায় এক সাংবাদিকে হত্যার হুমকি অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই গণমাধ্যমকর্মীর নাম দেলোয়ার হোসেন রশিদী, তিনি দৈনিক দিনকাল পত্রিকার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সংবাদদাতা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা চেয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন। জিডি নং-১৫৪। বিবাদীরা হলেন আধুনগর রশিদার ঘোনা এলাকার সামশুল আলমের ছেলে মোহাম্মদ নোমান(২১), ও নুরুল আমিনের ছেলে মোহাম্মদ ফরহাদ(২৭)। ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, উপরোক্ত বিবাদীদের অনিয়মের সংবাদ প্রচারের জের ধরে দেলোয়ার হোসেনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে অপপ্রচার চালাচ্ছে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং মুঠোফোনে একাধিকবার হত্যার হুমকি প্রদান করে। ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী দোসরদের চিহ্নিত একটি কিশোর গ্যাং সিন্ডিকেট মাদকাসক্ত ও মাদক কারবারি আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাছাড়া তারা বিষয়টিকে ভিন্ন ভাবে প্রভাবিত করার জন্য এবং তাদের অপকর্ম ধামাচাপা দিতে নানা রকম অপকৌশলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমার ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে লোহাগাড়া থানার জিডি করেছি। এবং মানহানিকর পোস্টের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন