লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ ২০হাজার টাকা জরিমানা আদায়
নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ Jun ২৪, ০৮:১১ অপরাহ্ন
#
চট্টগ্রামের লোহাগাড়ায় ২ প্রতিষ্ঠান থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লক্ষ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহঃবার(২৪ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু।
উক্ত প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে বটতলী মোটর ষ্টেশন সংলগ্ন পুরাতন বিওসি এলাকার শাহ আমানত বেকারী ও পদুয়া বাজারস্থ নবাবী কিচেন।
সুত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবার পরিবেশন, বিএসটিআই-এর লাইসেন্স না থাকার দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারামতে শাহা আমানত বেকারীকে ১ লক্ষ টাকা এবং পদুয়ায় নবাবী কিচেনে ডিলিং লাইসেন্স ও স্বাস্হ্য সনদ না থাকার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারামতে ২০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী এবং লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা প্রমুখ।
মন্তব্য করুন