অসাধু সিন্ডিকেট চক্রের জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন না লবণ শ্রমিকরা। লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় দিশেহারা লবণ শ্রমিকরা। লবণের ন্যায্য মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট চক্রের জিম্মিদশা থেকে মুক্তির দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে লবণ চাষিদের উদ্যোগে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি। আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে উৎপাদিত লবণ দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানিযোগ্য পরিমাণে উৎপাদন হচ্ছে। কিন্তু অসাধু লবণ ব্যবসায়ী সিন্ডিকেট চক্র এই দেশের অসহায় লবণ চাষিদের জিম্মি করে রেখেছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন লবণ শ্রমিকরা। এই সিন্ডিকেট চক্র লবণ শ্রমিকদেরকে এভাবেই শোষণ করতে লবণের ন্যায্য মূল্য না দিয়ে বিদেশ থেকে লবণ আমদানির পাঁয়তারা করছে। দেশের অর্থনীতিতে লবণ চাষিরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, শোষণের কারণে এখন তারা উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করতে হলে অসাধু লবণ ব্যবসায়ী ও বড় বড় কোম্পানির সিন্ডিকেট ভেঙে দিতে হবে, লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করে উৎপাদকদের অধিকার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, এই দেশে বৈষম্য দূর করতে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুরূপভাবে চরম বৈষম্যের শিকার হচ্ছেন লবণ চাষিরা। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে এবং দেশের প্রতিটি সেক্টরকে বৈষম্যমুক্ত করতে জাতীয় নাগরিক পার্টি বাঁশখালীতে লবণ শ্রমিকদের পক্ষ হয়ে সরকারের কাছে এসব দাবি তুলে ধরেছে।
লবণ চাষি মোহাম্মদ কাশেম বলেন, “গত বছর প্রতিমণ লবণের দাম ৪০০, ৫০০, এমনকি ৬০০ টাকা পর্যন্ত পেয়েছি, কিন্তু এবছর একই লবণের দাম ১৮০ থেকে ২০০ টাকার ওপরে পাচ্ছি না। যা দিয়ে উৎপাদন খরচও উঠছে না। লবণ চাষের জমির বার্ষিক লাগিয়ত ৪০ হাজার টাকার ওপরে, উৎপাদন খরচ ও শ্রমিক পারিশ্রমিকসহ মোট খরচ অনেক হলেও ব্যবসায়ী সিন্ডিকেট লবণ চাষিদের ন্যায্য মূল্য দিচ্ছে না। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা।” তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এনসিপি বাঁশখালীর সংগঠক রিয়াজ উদ্দিন, তাওহীদ, আব্দুর রহমান, মীর তোয়াহা শিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতা আবরার করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন