ঢাকা , রবিবার, ২০২৫ এপ্রিল ২০, ৭ বৈশাখ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রোসাংগিরি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ ফেব্রুয়ারী ১৩, ১২:৫১ অপরাহ্ন
#

১২ ফেব্রুয়ারি বুধবার সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে, এই মোবাইল কোর্টের খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এ সময় অপরাধীর নিয়ন্ত্রনাধীন অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ০১টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video