চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগরে রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক ও সমাজসেবা মূলক সংগঠন সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক পুনর্মিলনী নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ ও আলোচনা সভার মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রবাসী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রবাসী ফরিদুল আলমের সভাপতিত্বে ও অনুষ্ঠানের সদস্য সচিব নজরুল ইসলাম এবং পরিষদের সহ-সভাপতি ফরিদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিআইপি ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাহের।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এডিশনাল পি.পি এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌশলী মুহাম্মদ বখতিয়ার হোসেন, সোনারগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষিকা উষা রানী বড়িয়া, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আলী আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক টিবলু বড়ুয়া, সহ-সভাপতি আনোয়ার আজিজ, অর্থ সম্পাদক মুহাম্মদ আজিম, সহ-অর্থ সম্পাদক নুরুল আমিন, সদস্য মুহাম্মদ হাসান, মুহাম্মদ সেলিম, তাইফুদ্দিন কাদের, রুবেল, সোহেল প্রমুখ।
মন্তব্য করুন