চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান সরগম সংগীত একাডেমিতে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলার শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষায় রবীন্দ্র কণ্ঠ, নজরুল কণ্ঠ, তবলা, নৃত্য, উচ্চাঙ্গ সংগীত, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ের ওপর ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। লিখিত পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও কাপ্তাই, রাউজান উপজেলা থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এতে প্রধান পরীক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট সংগীতশিল্পী সরণ সাহা ও প্রদীপ মল্লিক। এসময় রাঙ্গুনিয়া উপজেলার সরগম সংগীত একাডেমির পরিচালক ও বিশিষ্ট সংগীত প্রশিক্ষক রাতুল বৈদ্য উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
প্রসঙ্গত, সরগম সংগীত একাডেমি সংগীত প্রচার ও প্রসারে রাঙ্গুনিয়া উপজেলায় ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ দেশের বিভিন্ন প্রান্তে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করে আসছে।
মন্তব্য করুন