ঢাকা , শুক্রবার, ২০২৫ এপ্রিল ০৪, ২১ চৈত্র ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার সময় দুই যুবক আটক

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।
প্রকাশিত : সোমবার, ২০২৫ মার্চ ০৩, ০২:৪১ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়া উপজেলায় জসিম নামে একজনকে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মোগলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশা সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আটকরা হলেন- একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবীর হোসেনের ছেলে আব্দুল আজিজ (২৭) ও মৃত মতিউর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মোগলেরহাট বাজারে দ্রুতগামী একটি অটোরিকশা যোগে ৪/৫জন যুবক ডিবি পরিচয়ে জসিম নামে একজনকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাতস্থানে যাওয়ার পথে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং মামলা থেকে বাঁচতে চাইলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। একপর্যায়ে জাকির চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে অটোরিকশাটির গতিরোধ করেন। এসময় ২/৩ জন পালিয়ে গেলেও আরিফ ও আজিজ নামে দুই যুবক জনতার হাতে আটক হয়। ভূয়া সন্দেহে এসময় আটককৃত দুইজনকে বেধড়ক মারধর করে উপস্থিত জনতা।

রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভূয়া ডিবিকে আটক করে তাদের ব্যবহৃত একটি অটোরিকশাসহ থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ভূয়া তথ্য দিয়ে জোরপূর্বক সম্পত্তি আদায়ের চেষ্টা করায় মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video