ঢাকা , বুধবার, ২০২৫ মে ২১, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মে ২০, ০৫:১৩ অপরাহ্ন
#

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের নাম নাঈম উদ্দিন (২১)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মরিয়মনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আমিনের বাড়িতে তিনজন ইলেকট্রিক মিস্ত্রি গত চার দিন ধরে কাজ করছিলেন। গতকাল সকালে কাজ করার সময় অসাবধানতাবশত নাঈম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video