ঢাকা , মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ১ মাঘ ১৪৩১
#

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৫ জানুয়ারী ০৯, ০৬:১১ অপরাহ্ন
#

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ওই অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত এবং এক যাত্রী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রীর নাম কিরন দে (৪৫)। তিনি মোহরা কালুগাট এলাকার মৃত অতুল দে’র ছেলে। বাকি আহতরা নিহত ব্যক্তির পরিবারের সদস্য। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর এবং তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চালক নাঈমের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট হালিমপুরে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি ইট বহন করে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল। অন্যদিকে সিএনজি অটোরিকশাটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। গাড়ি দুটি ইছাখালী ভূমি অফিসের সামনে এলে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

অটোরিকশায় থাকা চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কিরন দে-কে মৃত ঘোষণা করা হয়। পরে বাকিদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়, যেখানে তারা চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত কিরন দে’র মা আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মেডিকেল কলেজে নেয়া হয়েছে, বলেন প্রত্যক্ষদর্শী ইছাখালী এলাকার মো. কামাল।

রাঙ্গুনিয়া থানার এসআই আকতার জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে, তবে ঘাতক ট্রাকের ড্রাইভারকে পাওয়া যায়নি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video